হাদির মৃত্যুতে খুনিদের বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০৪, শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জড়িতদের বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জড়িতদের বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা ‘হাদি ভাইয়ের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘দল-শিবির-জনতা, গড়ে তুলো একতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্যে শিক্ষার্থী তানভীর মাহমুদ মণ্ডল বলেন, “দীর্ঘ প্রায় ছয় মাস তার সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও আমাদের অনুপ্রেরণার প্রতীক। আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে তিনি আমাদের পথ দেখিয়েছেন।”

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় কণ্ঠ ছিলেন ওসমান হাদি। এক হাদিকে হত্যা করলে হাজার হাদি জন্ম নেবে। তার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “হাদি ছিলেন একজন স্বচ্ছ দেশপ্রেমিক ও প্রকৃত আধিপত্যবাদবিরোধী যোদ্ধা। ফ্যাসিবাদ পালালেও তার অনুসারীরা এখনো সক্রিয়। হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইট বলেন, “হাদিকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা জানতে পেরেছি খুনিরা ভারতে পালিয়েছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন। বিদেশি আধিপত্য আমরা আর মানবো না।”

তিনি আরও বলেন, “ভারত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়েছে। সকল ফ্যাসিস্ট সংগঠন ধ্বংস করতে হবে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন এবং অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়