শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় শহরের রাজপথ।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় শহরের রাজপথ।
শুক্রবার বাদ জুমা মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জুলাই ঐক্যের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের জুলাই স্মৃতিসৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যার ন্যায়বিচার দাবি করেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।
মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলারসহ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলে "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "আমি কে তুমি কে, হাদি হাদি"সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতোভয় প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শহীদ হন ওসমান হাদী। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে প/ঞড়ে।