ব্যালট ছাপাতে কেপিএম থেকে ১১ কোটি টাকার কাগজ কিনছে নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) হতে ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজ ক্রয় করছে নির্বাচন কমিশন।  যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট আরো ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) হতে ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজ ক্রয় করছে নির্বাচন কমিশন।  যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট আরো ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্ জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) ও বাদামী সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ মে. টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

এছাড়া সরকারি নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতি মধ্যে প্রায় ২৮৯৪ মে: টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা।

এদিকে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক দপ্তর হতে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫০০ মে: টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়