নওগাঁয় জেলা পুলিশের মাসিক ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত

সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:০৩, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁ জেলা পুলিশের মাসিক ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

নওগাঁ জেলা পুলিশের মাসিক ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

পরে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, অফিসার ও সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

বক্তব্যে তিনি কর্মকর্তাদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনগণের সঙ্গে শালীন আচরণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মানা, মানসম্মত চেকপোস্ট পরিচালনা, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রতিটি থানায় প্যারেড আয়োজনের নির্দেশ দেন।

মাস্টার প্যারেড সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জয়ব্রত পাল।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়