চট্টগ্রামের রাউজানের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল পুলিশের জালে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীকে প্রকাশ মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীকে প্রকাশ মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল ওই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি মেজর ইকবাল নামে পরিচিত।

জানা গেছে, মেজর ইকবালের বিরুদ্ধে এই পর্যন্ত অন্তত ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জেলও খেটেছেন। বর্তমানে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে ছয়টি হত্যা মামলা। সর্বশেষ ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর বিভিন্ন দেশে থাকার পর কয়েক বছর আগে এলাকায় ফিরেছেন। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।

পুলিশ সূত্র জানায়, অস্ত্রসহ অবস্থান করছেন- এমন খবরে ইকবালকে ধরতে অভিযান চালানো হয়। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি। তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মেজর ইকবাল নামে পরিচিত এই সন্ত্রাসীকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়