বাঘায় তিন ফার্মেসিতে যৌথ অভিযানে অর্থ দন্ড

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা উপজেলার অধীন স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের এক যৌথ অভিযানে, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখাসহ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিনটি ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার অধীন স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের এক যৌথ অভিযানে, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ রাখাসহ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিনটি ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে অভিযানের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যাম্মী আক্তার। অভিযানে অংশ নিয়েছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও ড্রাগ সুপারভাইজার শরিফুল ইসলাম।

যে সকল ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়, জননী ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসীকে ১৫ হাজার, সাথী ড্রাগ হাউজ ফার্মেসীকে ৭ হাজার টাকা।

অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ জনসন্মুখে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়