মানবাধিকার, দুর্নীতি ও নীতির ভারসাম্যহীন সমাজ

লেখক: শিরিন আকতার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:২৭, বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মানবাধিকার — শব্দটি যত সুন্দর, বাস্তব তার ঠিক বিপরীত। কাগজে-কলমে আমাদের অধিকার অনেক, কিন্তু বাস্তবতায় তা প্রায়ই হারিয়ে যায় ক্ষমতার করিডরে। একটি সমাজ তখনই দুর্বল হয়ে পড়ে, যখন ন্যায়বোধ হারিয়ে ফেলে নিজের নৈতিক ভিত্তি।
আর সেই শূন্যস্থানেই জন্ম নেয় — দুর্নীতি।

দুর্নীতি কোনো একদিনে গড়ে ওঠে না।
এটা আস্তে আস্তে সমাজের মানসিকতায় ঢুকে পড়ে —
যেখানে মানুষ ভুলে যায় “সঠিক কাজটা করা” নয়, বরং “সুযোগটা কাজে লাগানো” বেশি গুরুত্বপূর্ণ।
যে রাষ্ট্রে ঘুষ বা অন্যায়কে সবাই জানে কিন্তু কেউ বলে না,
সেখানে মানবাধিকারের কথা কেবল বক্তৃতায় টিকে থাকে।

মানবাধিকারের মূল লক্ষ্য হলো — মানুষ যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে।
কিন্তু যখন নীতি হারিয়ে যায়,
তখন অধিকার কেবল ক্ষমতাবানদের অলংকারে পরিণত হয়।
অধিকারের দাবি তখন দুর্বলদের অপরাধে পরিণত হয়।

আজ আমাদের সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক নয়, নৈতিক।
শিক্ষিত প্রজন্মও যখন অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করে,
তখন বোঝা যায় — সমাজের রোগ উপরে নয়, ভেতরে।
মানবাধিকার তখন কেবল আইনি কাঠামো নয়,
একটি বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়ায়।

একটি সুশাসিত সমাজের ভিত্তি তিনটি —
নৈতিকতা, জবাবদিহিতা ও সহমর্মিতা।
যেখানে এই তিনটির একটিও অনুপস্থিত,
সেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়, দুর্নীতি জন্ম নেয়,
আর নীতি হারায় তার শক্তি।

একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করণীয়

মানবাধিকারের প্রশ্নে দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের।
প্রত্যেক নাগরিক যদি নিজের জায়গায় সততা বজায় রাখে,
একটি ক্ষুদ্র পরিবর্তনও সমাজে ঢেউ তুলতে পারে।

আমাদের করণীয় —

সত্যের পক্ষে থাকা, যদিও তা জনপ্রিয় না হয়;

দুর্নীতির সুবিধা নেওয়া থেকে বিরত থাকা, যত ছোটই হোক সেই সুবিধা;

অন্যায়ের প্রতিবাদ করা, এমনকি তা নীরবতাতেও;

পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়া, যাতে তারা “স্মার্ট” হওয়ার আগে “সৎ” হতে শেখে;

নিজের পেশা, দায়িত্ব ও অবস্থানে স্বচ্ছতা বজায় রাখা, কারণ পরিবর্তন শুরু হয় ভেতর থেকে।


আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্বটুকু নিই,
তাহলে মানবাধিকার রক্ষা আর কোনো আন্দোলন নয়,
এটা হয়ে উঠবে প্রতিদিনের আচরণ —
যেখানে ন্যায়বোধই হবে জীবনের অভ্যাস লেখক পরিচিতি:
শিরিন আকতার — সমাজভাবনা ও মানবিক মূল্যবোধের লেখক, যিনি নৈতিকতা, মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রশ্ন নিয়ে নিয়মিত লেখেন।

মানবাধিকার — শব্দটি যত সুন্দর, বাস্তব তার ঠিক বিপরীত। কাগজে-কলমে আমাদের অধিকার অনেক, কিন্তু বাস্তবতায় তা প্রায়ই হারিয়ে যায় ক্ষমতার করিডরে। একটি সমাজ তখনই দুর্বল হয়ে পড়ে, যখন ন্যায়বোধ হারিয়ে ফেলে নিজের নৈতিক ভিত্তি।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়