ব্রহ্মরাজপুরে নির্বাচনী অফিস উদ্বোধনে উৎসবের আমেজ, বিএনপি প্রার্থীর পথে পথে জনস্রোত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৪, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে।
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে ব্রহ্মরাজপুর বাজারে ইুউনিয়নবাসীর আয়োজনে বিএনপি নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, সাতক্ষীরা-০২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। জেলা যুবদলের সাবেক সমন্বায়ক আইনুল ইসলাম নান্টা। জেলা বিএনপি'র সদস্য প্রভাষক আতাউর রহমান। জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন। জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীসহ  দলের স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় ব্রহ্মরাজপুর বাজার এলাকার জনগণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়