মেহেরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা: তাজউদ্দিন খানের গণসংযোগ

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৯, শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া মোড় গ্রামে এ গণসংযোগের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানানো হয়।

গণসংযোগে নেতৃত্বে ছিলেন প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনীতি সেক্রেটারি কাজী রুহুল আমিন, বাইতুল মাল সম্পাদক জারজিস হুসাইন গাজী, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, আমদহ ইউনিয়নের আমির বজলুর রশিদ ও সেক্রেটারি রিপন আলি প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার অনুরোধ করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়