সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরভ , সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২২, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১, বাপাউবো, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সালাউদ্দিন-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১, বাপাউবো, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সালাউদ্দিন-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর অফিস কক্ষে এক অনাড়ম্বর হলেও হৃদয়গ্রাহী পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আব্দুর রহমান তাযকিয়া, নির্বাহী প্রকৌশলী (পুর), সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২, বাপাউবো সাতক্ষীরা।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো. সালাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী (পুর), সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১, বাপাউবো, সাতক্ষীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পেস ইমাম মো. আবু তাহের মেহেদী।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. সিরাজুল ইসলাম।

আয়োজনে ছিল সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), সাতক্ষীরা।

বিদায়ী অতিথি মো. সালাউদ্দিন তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিভাগে দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রত্যাশা করি, ভবিষ্যতেও সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগের সার্বিক উন্নয়ন ও সাফল্য অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ ও সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২, বাপাউবো সাতক্ষীরার সকল ইঞ্জিনিয়ার, কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা উপহার প্রদান শেষে বিদায়ী অতিথির প্রতি শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়