কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দাফন সম্পন্ন

সাইফুল আলম দুলাল স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৭, রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার  ৭নং মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কির্ত্তনখলা গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন  হয়েছে ।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার  ৭নং মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কির্ত্তনখলা গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন  হয়েছে ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাসকা ইউনিয়নের সেনের বাজারে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মুসলিম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকীসহ এলাকার গণ্যমান্য মুসল্লীগন ।

উল্লেখ্য মরহুম মো. মজিবুর রহমানের পিতা-মরহুম কালা মিয়া ৭ নং মাসকা ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলেন । মা মোসা. আয়শা খাতুনের আদুরে বেড়ে ওঠা মোঃ মজিবুর রহমান ব্যক্তিগত জীবনে খুবই বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন একজন ।

মরহুম মো. মজিবুর রহমান গত উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্ট্রোক জনিত কারণে মাঠে খুব একটা সক্রিয় ছিলেন না । তাঁর শিক্ষাগত যোগ্যতা ছিলো বিএসএস । রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত রেখেছিলেন নিজেকে । গতকাল (২৫ অক্টোবর) দিবাগত রাতে তিনি পৃথিবীর মায়া ছেড়ে পরকালে পাড়ি জমান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়