আটপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান এরঁ শোডাউন অনুষ্ঠিত
আশিক মিয়া, আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনা -৩ ( কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান এঁর মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ২৭শে অক্টোবর সোমবার দুপুর ১২ঘটিকায় আটপাড়া বাসস্ট্যান্ড দলের নিজস্ব কার্য্যালয় হতে এই শোডাউন বের হয়।
নেত্রকোনা -৩ ( কেন্দুয়া -আটপাড়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান এঁর মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ২৭শে অক্টোবর সোমবার দুপুর ১২ঘটিকায় আটপাড়া বাসস্ট্যান্ড দলের নিজস্ব কার্য্যালয় হতে এই শোডাউন বের হয়।
শোডাউনে কেন্দুয়া থেকেও দলের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতেক মটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা শোডাউনে অংশ গ্রহন করে।এসময় মনোনীত প্রার্থীর পরিচয় ও নির্বাচনী এলাকার সংক্ষিপ্ত উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
মোটর সাইকেল শোডাউন উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও এর গ্রাম এবং বাজার গুলো প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়। শোডাউন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আটপাড়া ও কেন্দুয়া উপজেলা এক সম্ভাবনাময় জনপদ।কিন্তু আমরা আজও পিছিয়ে আছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্হান,সামাজিক নিরাপত্তা, ও যোগাযোগের দিক দিয়ে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে মাদক,জুয়া,সহ নানান কর্মকান্ড হতে নির্বাচনী এলাকা কে মুক্ত রাখব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দুয়া উপজেলার সাভাপতি শরীফুজ্জামান জেহাদী,সাধারণ সম্পাদক মুফতি শফিকুর রহমান, আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, ঢাকাস্হ ডেমরা থানা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জসিম, জিয়াউর রহমান, মুফতি ওমর ফারুক, রফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবমজলিস এর সভাপতি সোয়ায়েল আহমেদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, চাত্রমজলিস এর উপদেষ্টা মইন তালুকদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ প্রমূখ।