নৌবাহিনীর পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সহ ১জন আটক!

আলমগীর আকাশ টেকনাফ কক্সবাজার: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১০, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

০১ সেপ্টেম্বর২৫ইং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ,দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জনকে আটক করেছে নৌবাহিনী।
 

০১ সেপ্টেম্বর২৫ইং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ,দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জনকে আটক করেছে নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (৩১-০৮-২৫) দিবাগত রাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ের নিকটস্থ  একটি ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানকালে  ডাকাত দল নৌবাহিনীর  উপস্থিতি টের পেয়ে পাহাড়ের গহিনে পালিয়ে  গেলেও তাদের আস্তানায়  তল্লাশি করে ১ টি দেশীয় পিস্তল (এলজি) ও ২০ রাউন্ড ৭.৬২ মি: মি: তাজা গোলা জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নস্থ দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

জব্দকৃত  অস্ত্র ও গোলাসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব  থানায়  হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য: বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে  নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়