নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘসময় নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। অনেকেই বলেন বিএনপি গত ১৬ বছরে আন্দোলন করে হাসিনার কিছু করতে পারেনি তাই গত আন্দোলনে কোন ক্রেডিট নাকি বিএনপি পাবে না। তবুও আমাদের দুঃখ নাই, তাদের প্রতি আমাদের ক্ষোভ নাই। আমাদের ভরসা জনগণের প্রতি। জনগণের ভালোবাসা পেলেই আমরা স্বার্থক। আজকে কেউ কেউ বলছেন নির্বাচন প্রতিহত করা হবে। কেউ বলছেন এখন নির্বাচনের সময় নয়, নির্বাচন আরও পিছিয়ে দিতে হবে। আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন না হয়, একটি জাতীয় সংসদ গঠিত না হয়, একটি সরকার গঠিত না হয় তাহলে যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের প্রতিবেশী দেশে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন পক্ষান্তরে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘসময় নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। অনেকেই বলেন বিএনপি গত ১৬ বছরে আন্দোলন করে হাসিনার কিছু করতে পারেনি তাই গত আন্দোলনে কোন ক্রেডিট নাকি বিএনপি পাবে না। তবুও আমাদের দুঃখ নাই, তাদের প্রতি আমাদের ক্ষোভ নাই।
আমাদের ভরসা জনগণের প্রতি। জনগণের ভালোবাসা পেলেই আমরা স্বার্থক। আজকে কেউ কেউ বলছেন নির্বাচন প্রতিহত করা হবে। কেউ বলছেন এখন নির্বাচনের সময় নয়, নির্বাচন আরও পিছিয়ে দিতে হবে। আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন না হয়, একটি জাতীয় সংসদ গঠিত না হয়, একটি সরকার গঠিত না হয় তাহলে যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের প্রতিবেশী দেশে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন পক্ষান্তরে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে।
শনিবার বুধবার (৯ আগষ্ট) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আজ আমরা কি পেয়েছি, আর কি পেলাম আর কি পবো আমরা বিএনপির নেতাকর্মীরা সেই হিসাব করে দল করি না। আমরা শুধু বাংলাদেশের হিসাব করি। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে সেই দলের নেত্রী হচ্ছে পলাতক হাসিনা। আরেকটি দল আছেন যারা লাহোর কিংবা করাচিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরেন সেই দলটি কি আপনারা অবশ্যয় জানেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেই দলের কি ভূমিকা ছিলো সেটাও আপনারা জানেন। আমরা একমাত্র শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা যারা অন্য দেশে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরি না, আমরা বাংলাদেশে বৃষ্টি হলেই বাংলাদেশে ছাতা ধরি।
বাংলাদেশ থেকে একটি পাথরের মতো চেপে বসা একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের প্রধান যিনি ছিলেন সেই শেখ হাসিনা তার দলবলসহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা তাদের কেন ফ্যাসিবাদ বলি কারণ হাসিনার সরকার কখনও জনগণের মতামতকে প্রধান্য দেয়নি। হাসিনার সরকার কখনও জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। এমনকি হাসিনা তার দলের জৈষ্ঠ্য নেতাদের কথা পর্যন্ত শোনেননি। অর্থাৎ এক দল, এক দেশ, এক এই পদ্ধতিতে হাসিনা চলেছেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, আনছারুল হক, হাফিজুর রহমান, খাইরুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।