ফ্যাসিবাদবিরোধী ঐক্য বিনষ্ট না করার আহ্বান সালাহউদ্দিনের

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৭, শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পরও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে যাদের আলাদা করতে চাই, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।’

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পরও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে যাদের আলাদা করতে চাই, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সভায় অংশ নিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সব ভাষাভাষী, ধর্মাবলম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলেই একটি জাতি গঠন হয়।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়