এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নূরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো. আলাতাফ হোসেন, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সোলাইমান শেখ, গোলাপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী এবং শিক্ষক সেলিম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরজাহান রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ উদ্দিন জুয়েল।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।