ইবি এলাকায় প্রশাসন পরিচয়ে ইজিবাইক ছিনতাই
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি,র বিত্তিপাড়া বাজার থেকে আমির ইসলাম(৬০) এর কাছ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শান্তিডাঙ্গা যাওয়ার কথা বলে ১২০ টাকায় একজন প্যান্ট শার্ট পরিহিত যুবক ইজিবাইক ভাড়া করেন।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি,র বিত্তিপাড়া বাজার থেকে আমির ইসলাম(৬০) এর কাছ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শান্তিডাঙ্গা যাওয়ার কথা বলে ১২০ টাকায় একজন প্যান্ট শার্ট পরিহিত যুবক ইজিবাইক ভাড়া করেন।
শান্তিডাঙ্গা এলাকার মধ্যে গেলে একজন অচেনা ব্যাক্তি দৌড়ে এসে ইজিবাইকে হাত মেরে ইজিবাইক ভাড়া করা ব্যাক্তির পা জড়িয়ে ধরে বলেন স্যার আমাকে বাচান,আমি ইবি,র ক্যাম্পাস গেটে গাড়ি এ্যাক্সসিডেন্ট করেছি,আমার গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে,একজন মেয়ে না বাচার মত।ইজিবাইক ভাড়া করা ব্যাক্তি বলেন সমস্যা নেই আমি দেখছি।
আপনে আমার সামনে আগান,আমি আপনার পিছে অটো নিয়ে আসছি,এর পরে ইজিবাইক ভাড়া করা ব্যাক্তি ইজিবাইক চালককে বলেন চাচা আমি আইনের লোক, গাড়ি থামিয়ে দেখেন তো ওই ড্রাইভার কোন দিকে গেলো,ওই সালা মানুষ মেরে পালাতে পারে,ইজিবাইক চালক তাকে গলির মধ্যে দেখতে না পেয়ে রাস্তার উপরে এসে দেখেন তার ইজিবাইক সহ আইনের লোক পরিচয় দেওয়াটা ব্যাক্তিটি নাই।
এর পর অনেক খোজা,খুজি করে তার ইজিবাইক পাওয়া যায় নি।এর কিছুক্ষন পরে ইবি,র বিত্তিপাড়া বাজারে এসে সিসি ক্যামেরা চেক করে তিন জন ব্যাক্তিকে মটরসাইকেল যোগে এসে নামতে দেখা যায়,এবং আমিরের ইজিবাইক ভাড়া করতে দেখা যায়।চিহ্নিত তিনজনের বিষয়ে খোজ,খবর নেওয়া হচ্ছে।
শেষ বয়সে এসে একমাত্র উপার্জনের হাতিয়ার হারিয়ে হতাশায় আমির।