নির্বাচনী শিডিউলের এক মাস আগেও ১৮ পূর্ণ করলে মিলবে ভোটাধিকার
ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার এক মাস আগেও যারা ১৮ বছর পূর্ণ করবে, তারাও ভোট প্রদান করতে পারবে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার এক মাস আগেও যারা ১৮ বছর পূর্ণ করবে, তারাও ভোট প্রদান করতে পারবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ১৪ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি প্রেস সচিব শফিকুল আলম। এতে করে অঙ্গ দানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে ও কিডনি প্রতিস্থাপনের কাজ দেশে আরও সহজ হবে।