গোপালগঞ্জের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৩, বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

এই কমিটির সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি। তার সঙ্গে আরও দুইজন অতিরিক্ত সচিব থাকবেন— একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে।

এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার আবারও জোর দিয়ে বলছে যে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষা এবং যে কেউ বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়