ফ্যাসিবাদী দোসরদের উচ্ছেদে প্রশাসনে শুদ্ধি অভিযান চায় জামায়াত
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর পরিচালিত হামলা এবং তাণ্ডবের ঘটনাকে স্বৈরাচার উত্থানের অশনিসংকেত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর পরিচালিত হামলা এবং তাণ্ডবের ঘটনাকে স্বৈরাচার উত্থানের অশনিসংকেত।
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনকে দায়ী করে গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জের হামলা স্বৈরাচারের উত্থানের অশনিসংকেত। তবে স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্তও হওয়া দরকার। প্রশাসনের যাদের কারণে গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
‘নির্বাচনের আগে প্রশাসনের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে’, বলেন জামায়াতের এ সিনিয়র নেতা।
সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, একটি দল স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলে জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার অসহায়। তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।