কক্সবাজারে কাব কার্নিভাল অনুষ্ঠিত

আলমগীর আকাশ টেকনাফ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০১, সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

 


অদ্য ২৩ জুন ২৫ইং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের আয়োজনে বাংলাদেশের সকল উপজেলায় কাব স্কাউটদের অনুষ্ঠান কাব কার্নিভাল একযোগে অনুষ্ঠিত হয়।

তৎপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার ৯টি উপজেলায়ও আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে কাব কার্নিভাল বাস্তবায়িত হয়।

কক্সবাজার সদর উপজেলায় কাব কার্নিভাল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ্‌উদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুজ্জামান চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নীলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর উপজেলা ও সভাপতি, আরও উপস্থিত ছিলেন  কক্সবাজার সদর উপজেলা স্কাউটস, উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কাব স্কাউট লিডার ও কাব স্কাউটসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।

কাব কার্নিভাল অনুষ্ঠানে কাব স্কাউটদের বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠানসহ ৬টি স্টেশনের মাধ্যমে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য ও রিং ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়