মেহেরপুরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০০, রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ২০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)।

মেহেরপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)।

আটক সাদ্দাম সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আলহামদু মিয়ার ছেলে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার ধূষরপাড়া এলাকা থেকে র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল তাকে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ধূষরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাদ্দাম হোসেনের দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়