২৮% প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫০, সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২১ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতায় বাতিল করা হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র, যা মোট প্রার্থীর প্রায় ২৮ শতাংশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতায় বাতিল করা হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র, যা মোট প্রার্থীর প্রায় ২৮ শতাংশ।

ইসির তথ্য অনুযায়ী, বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টির ৫৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৩৯ জন এবং বিএনপি ও সিপিবির ২৫ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর ১০ জন এবং এনসিপির ৩ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি—৩৩৮ জন। বিএনপির অধিকাংশ প্রার্থীর আবেদন বাতিল হয়েছে দলীয় অনুমোদন বা বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর কারণে ইসি আসনগুলো যাচাই-বাছাইয়ের তালিকায় রাখেনি। এদিকে, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের মাহবুবুল আলম সালেহী এবং কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল হয়েছে। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়া-২ আসনে বাতিল হলেও ঢাকা-১৮ আসনে বৈধ ঘোষিত হয়েছে।

যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন। রাজধানীর আগারগাঁওয়ে অঞ্চলভিত্তিক বুথে এই আবেদন গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়