নেত্রকোণা-৩ (কেন্দুয়া - আটপাড়া) আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ২
সাইফুল আলম দুলাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর চুড়ান্ত মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ধানের শীষ) মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূঞা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র প্রার্থী মোঃ খায়রুল কবির নিয়োগী।
ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ।
এছাড়াও- প্রাথমিকভাবে কাগজপত্রের ঘাটতির কারণে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতির কারণে দুটি দলের প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছে।
স্থগিত দলগুলো হলো— ইসলামি ঐক্য ফ্রন্ট ও জাতীয় পার্টি।
সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়- নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে স্থগিত থাকা প্রার্থীদের মনোনয়নও বৈধ বলে বিবেচিত হবে।