বাঘার চকরাজাপুরে সশস্ত্র হামলায় সোহেল নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের করালি নওসারা এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় সোহেল (পিতা: কালু মন্ডল) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের করালি নওসারা এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় সোহেল (পিতা: কালু মন্ডল) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আনুমানিক ১২টার দিকে কাঁকন বাহিনীর কয়েকজন সদস্য অস্ত্র হাতে সোহেলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বাইরে থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওই সময় সোহেল ও তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় সোহেল ও তার স্ত্রী ও দুই সন্তান গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সোহেল মারা যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।