ইবির আবাসিক হল খুলছে কাল , ক্লাস ২১ জুন
মিনহাজুর রহমান মাহিম , ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
গ্ৰীষ্মকালীন ও ঈদুল আযহার দীর্ঘ ছুটির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হলগুলো আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অফিস কার্যক্রম শুরু হবে আগামী ২১ জুন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত মাসের ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও ৩ জুন সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।
পরে হল প্রশাসন এক বিজ্ঞপ্তিতে আগামীকাল রবিবার আবাসিক হল খোলার কথা জানায়। এছাড়াও শিক্ষার্থীদের যথাসময়ে হলে ফেরার আহ্বান জানান হল প্রশাসন।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ছুটির পর শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে হলে ফেরার লক্ষ্যে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি। আগামীকাল রবিবার হল খুলবে।