ওসমান হাদি হত্যার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৭, রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন— এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।

তিনি জানান, ওসমান হাদি হত্যা যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো— ১. ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির; ২. মা হাসি বেগম; ৩. স্ত্রী শাহেদা পারভীন সামিয়া; ৪. শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু; ৫. গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা; ৬. মো. কবির; ৭. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল; ৮. সিবিয়ন দিও; ৯. সঞ্জয় চিসিম; ১০. মো. আমিনুল ইসলাম রাজু; ১১. মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তারদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে উপদেষ্টা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‌‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে।

‘গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে’, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়