তারেক রহমানের চলাচলের জন্য শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪৩, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর শাহবাগ মোড় হয়ে কবর জিয়ারত করতে যাবেন। তাই তাঁর চলাচলের জন্য ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় ছেড়ে ডান দিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। আজ ফেসবুকে এক পোস্টে ইনকিলাব মঞ্চ বিষয়টি জানায়।

ইনকিলাব মঞ্চ হাদির হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড়ে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে টানা অবস্থান করে আসছিল। তারা জানিয়েছে, তারেক রহমান কবর জিয়ারত করে যাওয়ার পর দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে ‘শহীদ হাদি চত্বরে’ অবস্থান কর্মসূচি পালন করবে। বিচার আদায়ের দাবিতে সারাদেশের জনতাকে ‘শহীদ হাদি চত্বরে’ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়