বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনী ক্লোজিং সভা অনুষ্ঠিত
মোঃ আশিক মিয়া (আটপাড়া নেত্রকোনা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনী ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের আওতাধীন নেত্রকোনা জোনাল অফিসে এ উপলক্ষে এক জমজমাট ও উৎসবমুখর সভার আয়োজন করা হয়।
১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনী ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের আওতাধীন নেত্রকোনা জোনাল অফিসে এ উপলক্ষে এক জমজমাট ও উৎসবমুখর সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জোনের এজেন্সি ডিরেক্টর জনাব হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুম হাসান জামাল। এছাড়াও সভায় নেত্রকোনা জোনাল অফিসের আওতাধীন সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কক্সবাজার যোগ্যতা অর্জন, চলতি মাসের নির্ধারিত লক্ষ্য মাত্রা শতভাগ অর্জন এবং আগামী বছরের ব্যবসা সম্প্রসারণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা ও দলগত কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সফলতা অর্জনের আহ্বান জানান।
সভা শেষে বর্ষ সমাপনী কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করে।