বিশ্ব মানবাধিকার দিবসে কথাশিল্পী শামীমা নাইসের আন্তর্জাতিক স্বীকৃতি

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কথাসাহিত্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন প্রখ্যাত কথাশিল্পী ও কবি শামীমা নাইস।

কথাসাহিত্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন প্রখ্যাত কথাশিল্পী ও কবি শামীমা নাইস।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর (শনিবার) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ—এই তিনটি গুরুত্বপূর্ণ আয়োজনকে ঘিরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিকদার মকবুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে শামীমা নাইসকে কথাসাহিত্যে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, শামীমা নাইস এর আগেও বিভিন্ন সংগঠন থেকে কাব্যসাহিত্যে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্যচর্চায় মানবিকতা, ন্যায়বোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য প্রকাশ ঘটিয়ে তিনি পাঠকমহলে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর এই প্রাপ্তি বাংলা সাহিত্য ও মানবাধিকার চর্চায় এক উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়