বাঘায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–অনুষ্ঠিত
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সভাটি সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রভাষক ও শিক্ষকবৃন্দ। পাশাপাশি শিক্ষার্থীরাও শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বাঘা রাজশাহী, বাঘা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।