শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নড়াইলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
নড়াইল প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নড়াইলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নড়াইলে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা জজ কোর্ট সংলগ্ন বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল মামুন সিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান খান, নজির হোসেন মোল্লা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, ছাত্র প্রতিনিধি ফারহান রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের ভয়াবহ গণহত্যার নির্মম ইতিহাস তুলে ধরেন এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতা ও জাতির মেধা ধ্বংসের অপচেষ্টা হিসেবে এই দিনটি ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবে।