সেনাপ্রধানের উপস্থিতিতে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের সম্মেলন শুরু

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২০, বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গতকাল মঙ্গলবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০২৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গতকাল মঙ্গলবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০২৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী এমইএসের বার্ষিক সম্মেলন চলবে। প্রথম দিনের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, এমইএসে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হলো আধুনিক, নিরাপদ ও টেকসই অবকাঠামো। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এই দায়িত্ব নিষ্ঠা, পেশাদারি ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে পালন করে আসছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়