ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা

মিনহাজুর রহমান মাহিম ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (০৫ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ।

নেতাকর্মীরা জানান, ‘আজকের সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রচণ্ডভাবে প্রত্যক্ষ করছি। এছাড়া প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক মাধ্যমে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশ সংকটেে মধ্যে রয়েছে। এসব সমস্যা ও সংকট থেকে পরিবেশকে বাঁচাতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা।’

তারা আরও জানান, ‘পরিবেশ রক্ষা শুধু আমাদের আজকের কর্মসূচিই নয়, আমরা এখন থেকো এটিকে দায়িত্ব হিসেবে নিবো। আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা এই বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করছি। ক্যাম্পাস খুললে আরও একশত বৃক্ষরোপণ করা হবে।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়