‘ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য উপেক্ষা করতে পারি না, সীমান্তে হামলার চেষ্টা করতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারত আবারও সীমান্ত দিয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।

ভারত আবারও সীমান্ত দিয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানের লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খাজা আসিফ বলেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। একই সঙ্গে আমরা ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যও উপেক্ষা করতে পারি না। ভারত সীমান্তে আবারও হামলার চেষ্টা করতে পারে।

পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক।

তার মতে, পাকিস্তানে আফগানদের সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে ভারতের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার ইতি দেখতে চায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়