ইবিতে নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে ‘স্টারলিংক ইন্টারনেট সেবা’ চালুর দাবি

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:২৪, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্টারলিংক ইন্টারনেট সেবা’ চালুর দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্টারলিংক ইন্টারনেট সেবা’ চালুর দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইবির বৈছাআ'র আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানী-সহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবায় দুরবস্থা, গতানুগতিক ও অনির্ভরযোগ্য নেটওয়ার্কের কারণে অনলাইন শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কাজ, আন্তর্জাতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে এ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্টারলিংক ইন্টারনেট সেবা’ চালু করা সময়ের দাবি।

স্মারকলিপি জমাপ্রদানের পর সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ঢাবি, জাবি, চবিতে ইতিমধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে। অতি দ্রুত ইবিতেও এ সেবা চালু করার জন্য প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি থাকবে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আইসিটি সেলের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়