আটপাড়া ডিগ্রি কলেজে উত্তেজনা — প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ
মোঃ আশিক মিয়া আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
আটপাড়া ডিগ্রি কলেজে প্রিন্সিপালের বিরুদ্ধে আচরণগত অভিযোগ তুলে কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। ছাত্রছাত্রীদের দাবি, বিগত ১১ বছর ধরে প্রিন্সিপাল মহোদয় তাদের উদ্দেশ্যে অশোভন শব্দ ব্যবহার করেছেন এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেওয়ার মতো মন্তব্য করেছেন। এসব আচরণের প্রতিবাদে তারা একজোট হয়েছেন।
আটপাড়া ডিগ্রি কলেজে প্রিন্সিপালের বিরুদ্ধে আচরণগত অভিযোগ তুলে কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। ছাত্রছাত্রীদের দাবি, বিগত ১১ বছর ধরে প্রিন্সিপাল মহোদয় তাদের উদ্দেশ্যে অশোভন শব্দ ব্যবহার করেছেন এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেওয়ার মতো মন্তব্য করেছেন। এসব আচরণের প্রতিবাদে তারা একজোট হয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন,
“আমাদের লেংড়া, লোলা, ভূমিহীন, গরিবের ফ্যাক্টরি—এমন অসম্মানজনক ভাষায় ডাকা হয়েছে বারবার। এ ধরনের আচরণ কোনো প্রতিষ্ঠানপ্রধানের মানায় না।”
আরও বলেন,
“আমরা শিক্ষার্থী—অবজ্ঞা নয়, সম্মান পাওয়ার অধিকার আমাদের আছে। কলেজের পরিবেশ সুস্থ ও শিক্ষাবান্ধব রাখতে হলে এমন মানসিকতার নেতৃত্ব চলতে পারে না।”
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শিক্ষার্থীরা জানান,
২০ নভেম্বর তারিখে তারা বৃহৎ পদত্যাগ মিছিল আয়োজন করবে। শিক্ষার্থীদের ভাষায়—
“কলেজের মর্যাদা রক্ষায় আমাদের এই আন্দোলন। সবাই একমত—শিক্ষাঙ্গনে অশোভন আচরণের কোনো স্থান নেই।”
শিক্ষার্থীরা আরও বলেন,
“আমাদের দাবি স্পষ্ট— কলেজকে নিরাপদ, সম্মানজনক ও শিক্ষাবান্ধব করতে হবে। এজন্য আমরা ন্যায়বিচার চাই, স্বচ্ছতা চাই, এবং প্রিন্সিপালের পদত্যাগ চাই।”
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।