নির্বাচনে আমি জিতলে, আপনারাই জিতে যাবেন।। কলিম উদ্দিন আহমেদ মিলন

জামরুল ইসলাম রেজা, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:১৮, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড পান্ডব গ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার রাতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে   বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

 


ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড পান্ডব গ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার রাতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে   বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

পান্ডব গ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত উঠান বৈঠকে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমি এই এলাকার লোক। আপনাদের সাথে সব সময় আমার উঠা-বসা। আপনারা আমার ভালোবাসার মানুষ। নির্বাচনে আমি জিতলে, আপনারাই  জিতে যাবেন।
দল আমাকে মনোনয়ন দিয়েছে, এটি আপনাদের সকলের  সহযোগীতার কারণেই সম্ভব হয়েছে। আপনারা রাজপথের সকল আন্দোলন-সংগ্রাম করেছেন আমাকে নিয়ে। কাজেই দল আমাজে মূল্যায়ন করেছে। আমি আপনাদের সকলের কাছে ধানের শীষ প্রতিকে ভোট চাই, দোয়া ও সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করবো। সবাই-কে  মনে  রাখতে  হবে  ব্যাক্তির চেয়ে দল বড়। দেশনেত্রী বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক ধানের শীষ।

রাত ৯ টায় পান্ডব গ্রামে মোঃ দুদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন ,যুগ্ম আহবায়ক
সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক  কমিটির সদস্য কয়েছ আহমেদ।

বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্দুল মছব্বির, ছাত্রদল নেতা জামরুল ইসলাম রেজা, আলী হোসেন মেম্বার, সুনাফর আলী প্রমুখ। 
উপস্থিত ছিলেনঃ তৌমুছ আলী, হাজী সরকত আলী, আব্দুল বারী, জমির আলী, ইলিয়াছ আলী, আব্দুল জলিল, শমসের আলী, মিলন মিয়া, সুজন মিয়া, বশির আহমদ, সিরাজ মিয়া, ইয়াছির আলী, ইসটার মিয়া, বুদাই মিয়া, জিবলু আহমদ, আব্দুল খালিক, আলা উদ্ন আহমদ আলী, আবুল হোসেন, দিলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে বাবনগাও ও হাদাচানপুর পৃথক দুটি উঠান বৈঠক এবং পরে কুমারদানি গ্ৰামে উঠান বৈঠকে অনুষ্টিত হয়েছে।

এ সময় ছাতক পৌর  বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. তানিমুল ইসলাম, শফি উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, নুর মিয়া মেম্বার,মেহেদী হাসান সোনা মিয়া, পিয়ারা মিয়া, খলিলুর রহমান,কাজল মিয়া, ফখরুল আলম, সামছ উদ্দিনম, ছাতক উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক  তোফায়েল আহমেদ, উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল আহমদ পাবেল, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, ফখর উদ্দিন, নোমান ইমদাদ কানন, ইমরান হাসান,শাওন আহমদ,মানিক  মিয়া,দিলোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়