নেত্রকোনার কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

রিপোর্ট মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৮, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার।

এ সময় উপজেলার  চারটি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি পরিবারে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন, এবং চারটি পাকা খুঁটি বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই একটি টেকসই ছাগল পালনের অবকাঠামো তৈরি করতে পারেন।

এছাড়াও প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করে দেওয়া হয়, যাতে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও পশুসম্পদ রক্ষা করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার ফাইয়ুল ওয়াসীমা নাহাত বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার বলেন, আমরা শুধু ছাগল দিয়েই থেমে যাচ্ছি না, তাদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে। লক্ষ্য একটাই—প্রত্যেক পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক,  কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, আদিবাসী নেতা  মি. মুকুট স্নাল ও মি. বথুয়েল কুবি , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়