স্টারবাকস বয়কটের ডাক দিলেন জোহরান মামদানি, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:০২, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি ধর্মঘটকারী ইউনিয়ন ব্যারিস্টাদের সাথে সংহতি প্রকাশ করে দেশব্যাপী স্টারবাকস কফি চেইন বয়কট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি।

নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি ধর্মঘটকারী ইউনিয়ন ব্যারিস্টাদের সাথে সংহতি প্রকাশ করে দেশব্যাপী স্টারবাকস কফি চেইন বয়কট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) এক্সে (পূর্বেকার টুইটার) দেওয়া এক পোস্টে মামদানি বলেন, “দেশের স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না, এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেয়ার অনুরোধ জানাচ্ছি। একসাথে আমরা একটি শক্তশালী বার্তা দিতে পারি: কোন চুক্তি নেই, কোন কফিও নেই।”

'স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড' এর প্রায় ৯ হাজার ব্যারিস্টার তাদের এই দেশব্যাপী ধর্মঘটের নাম দিয়েছে ‘রেড কাপ বিদ্রোহ’। স্টারবাকসের সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট ‘রেড কাপ ডে’-কে লক্ষ্য করেই তারা এই ধর্মঘট শুরু করেছে। এই দিনে গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে ভিড় করেন, ফলে কোম্পানির উপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে যে কোম্পানি আলোচনায় রাজি হচ্ছে না এবং চুক্তি সংক্রান্ত আলোচনা না এগোলে ধর্মঘট আরও বড় হতে পারে বলে সতর্ক করেছে। অন্যদিকে, স্টারবাকস তাদের কর্মীদের দাবি প্রত্যাখ্যান করেছে। কোম্পানির যুক্তি, তারা কর্মীদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান, এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন—যা ইউনিয়নের দাবিকে অযৌক্তিক করে তোলে।

উল্লেখ্য, নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মাত্র কয়েক দিনের নোটিশে দেশব্যাপী ৫৯টি ইউনিয়নভুক্ত স্টোরসহ কয়েকশ স্টোর বন্ধ করার কারণে স্টারবাকস সমালোচনার মুখে পড়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়