রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৭, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫।  
 

রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫।  

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহিদ নকীব হলে এ সম্মেলন হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি অতিথির বক্তব্যে রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।

এর আগে, তিনি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এড়িয়া কমান্ডার। পরে রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়