মেহেরপুরে শীতার্থদের মাঝে এনসিপির কম্বল বিতরণ
মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
আজ মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।
আজ মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম-সমন্বয়কারী আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও প্রধান সমন্বয়কারী, মেহেরপুর জেলা, অ্যাডভোকেট সাকিল আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ সাজেদুর রহমান এবং মুজাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি, মোঃ তামিম ইসলাম, হাসনাত জামান সৈকত, তৌহিদ রবিন, আমির হামজা সহ অন্যান্য নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে থাকা এনসিপির অঙ্গীকার—শীতে যতদিন কষ্ট থাকবে, ততদিন এই সহায়তা অব্যাহত থাকবে।