কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হচ্ছেন মো. নাহিদ রহমান

কুষ্টিয়া প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১১, বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলার সুপরিচিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. নাহিদ রহমান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে “জেলা সেরা যুব সংগঠক” হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।

কুষ্টিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলার সুপরিচিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. নাহিদ রহমান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে “জেলা সেরা যুব সংগঠক” হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।

নিজের প্রার্থিতা ঘোষণা করে মো. নাহিদ রহমান বলেন,
“আমি কুষ্টিয়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কুষ্টিয়া পৌরসভাকে দেশের অন্যতম আদর্শ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মো. নাহিদ রহমানের প্রার্থিতা ইতোমধ্যেই তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়