৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মুখে লাল কাপড় বেধে মানববন্ধন

রাবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৩, রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা মাত্র ২ মাসের মধ্যে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং লিখিত পরীক্ষা পিছিয়ে যুক্তিসঙ্গত সময় নির্ধারণের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা মাত্র ২ মাসের মধ্যে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং লিখিত পরীক্ষা পিছিয়ে যুক্তিসঙ্গত সময় নির্ধারণের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রবিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এই প্রতীকী মানববন্ধনে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে লিখেন, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, কেন শুধু ২ মাস’,‘কষ্টের টেকা ৪৭, আমার নষ্ট করার তুমি কে’,‘৪৭ মারা রোডম্যাপ বাতিল চাই’,প্রশ্নফাঁসের ১৮ মাস বৈধের,‘আমার ভাইয়ের উপর হামলা কেন  পিএসসি জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, “আমাদের কমপক্ষে ছয় মাস সময় দিতে হবে। এত অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া বাস্তবসম্মত নয়। আমাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে এবং যারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। পাশাপাশি ৯ নভেম্বর ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা অতর্কিত হামলা চালিয়েছে— তাদের বিচারও নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার বলেন, “পিএসসির সামনে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে— এ ঘটনার বিচার এখনো হয়নি। পাশাপাশি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার অযৌক্তিক সময়সীমা পিছিয়ে পর্যাপ্ত ও যুক্তিসঙ্গত প্রস্তুতির সময় দিতে হবে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়