শূন্যপদের চাহিদাপত্র চেয়েছে এনটিআরসিএ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০১, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা সংগ্রহের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা সংগ্রহের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে শূন্যপদের চাহিদা দাখিল করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব শূন্যপদ সৃষ্টি হয়েছে, কেবল সেগুলোর তথ্যই এবার গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনে চাহিদা পাঠানোর পর পরবর্তী তিন দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়