পিরোজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী কাটালপোতা গ্রামে নির্বাচনী পথসভা

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৯, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন  জামায়াতে ইসলামী কাটালপোতা গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন  জামায়াতে ইসলামী কাটালপোতা গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৫ নভেম্বর ২০২৫) রাত আটটার সময় মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী নির্বাচনী পথসভায় আয়োজন করা হয়েছে।

নির্বাচনী পথসভায় অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন  ভারপ্রাপ্ত আমির মিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১আসন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতে ইসলামী আমির মাও মোঃ তাজউদ্দীন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাও মোঃ  মাহবুবল উল আলম, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল,সদর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও মোঃ সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, সহ জামায়েত ইসলামী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানুষের কল্যাণে, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে তারা উন্নত, সুশাসনভিত্তিক সমাজ গড়তে সক্ষম হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়