জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে সচেতনতা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ব্র্যাকের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার সোনারগাঁ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি ও প্রতিরোধমূলক করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ জামিল। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক হেলথের জেলা ব্যবস্থাপক সোহেল রানা।
কর্মশালায় উপস্থিত ছিলেন—
ব্র্যাকের OCHCH প্রকল্পের ম্যানেজার অমিত কুমার সরকার, সুশীলন প্রজেক্ট অফিসার দেবরঞ্জন বিশ্বাস, ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার ও হীরা মনি, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান ইলিয়াস হোসেন, যুব সদস্য ইকবাল কদরীসহ স্থানীয় ব্যবসায়ী, স্কুলশিক্ষক, মসজিদের মোহাজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন,
পৃথিবীতে জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জলবায়ু সংবেদনশীল রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশে এর প্রভাব আরও বেশি প্রকট।
বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরহাদ জামিল বলেন—
জলবায়ু পরিবর্তন এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। জনগণকে সচেতন করা, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং রোগ প্রতিরোধে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
বক্তারা আরও জানান, জরুরি অবস্থায় করণীয়, রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলবায়ু সহনশীল স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন প্রকল্প কার্যক্রম দেশে চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।