আ.লীগ চিহ্নিত করতে রাশেদ খানের ৮ পরামর্শ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে আওয়ামী লীগ চিহ্নিত করার কিছু পরামর্শ দিয়েছেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে আওয়ামী লীগ চিহ্নিত করার কিছু পরামর্শ দিয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে তিনি বিভিন্ন স্থানে নজরদারি ও প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
রাশেদ খান লেখেন, আওয়ামী লীগ চিহ্নিত করতে যা করতে হবে—
১. আপনি যে ভবনে থাকেন, সেখানে নতুন ভাড়াটিয়া বা পাশের ফ্ল্যাটে নতুন কেউ এলে মালিকপক্ষ বা প্রশাসনকে অবহিত করুন।
২. মেসে নতুন কোনো সদস্য এলে তার সম্পর্কে খোঁজ নিন; প্রয়োজনে প্রশাসনকে জানান।
৩. রিকশা, অটোরিকশা ও সিএনজি গ্যারেজগুলোতে যারা রাতযাপন করে, তারা প্রকৃত শ্রমিক কি না— তা নিশ্চিত করতে পুলিশকে নিয়মিত টহল দিতে হবে।
৪. নির্বাচনের আগ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে যাত্রীবাহী বাস ও পথচারীদের তল্লাশি করতে হবে।
৫. পুলিশ ও প্রশাসনের অভিযানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবক হিসাবে অংশ নিতে ও সহায়তা করতে হবে।
৬. শহরের বস্তিগুলোকে কড়া নজরদারিতে রাখতে হবে, কারণ বস্তির লোকদের ভাড়া করে ব্যবহার করা হচ্ছে।
৭. মাদকাসক্ত ও টোকাইদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, কারণ তাদের ভাড়া করে নাশকতা ঘটানো হচ্ছে।
৮. আবাসিক হোটেলগুলোতে নিয়মিত তল্লাশি চালাতে হবে।
পোস্টের শেষে তিনি লেখেন, আপনার মাথায় আরও কিছু চিন্তা থাকলে কমেন্টে মতামত দিতে পারেন।