কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষক হাসপাতালে
সাইফুল আলম দুলাল স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. মহসিন আলম নামে এক শিক্ষক বখাটেদের হামলায় আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌরসদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নেত্রকোণার কেন্দুয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. মহসিন আলম নামে এক শিক্ষক বখাটেদের হামলায় আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌরসদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী জানান, কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে আসছিল। বৃহস্পতিবারও একই ঘটনা ঘটলে শিক্ষক মহসিন আলম তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে যুবকরা অতর্কিতে তার ওপর হামলা চালায়। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।