বাঘা বাজারে চুরি আটক ৫
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
বাঘা বাজারের মুদির দোকানে চুরির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(১১নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বাঘা বাজারের মুদির দোকানে চুরির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার(১১নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বাঘা বাজার কমিটির কোঠর সিদ্ধান্ত গ্রহণ করার ফলে বাঘা বাজারের নৈশ প্রহরীকে বিভিন্ন সি সি টিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের জিজ্ঞসাবাদ করা হলে বাজার কমিটির কাছে তারা স্বীকার করে যে তারা নিজেরাই চুরি করেছে।
বাজারের দোকানদাররা জানান,বিগত দিনে বাজারে আরও চুরির ঘটনার সাথে তাদের যোগসাজস থাকতে পারে।
আটককৃতরা হলেন, নৈশ প্রহরি কমান্ডার তাহাজ্জাত আলি বয়স ৬০ বছর আব্দুল মান্নান বয়স ৫৫ বছর মোকলেস আলি বয়স ৪০ বছর মাজেত আলি বয়স ৪৫ বছর মোট ৫ জন।
মুদির দোকানদার মনির হোসেন সকালেই মামলা দায়ের করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত ) সুপ্রভাত জানান, বুধবার (১২ নভেম্বর ) সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।